ফোনের অন্য প্রান্ত থেকে মুখ খুললেন ' রহস্যময়ী নারী' হৈমন্তী গঙ্গোপাধ্যায়।
এই প্রথম মুখ খুললেন শিক্ষা দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সেই রহস্যময়ী নারী হৈমন্তী গঙ্গোপাধ্যায় । তিনি দাবি করলেন যে ' আমি কোনো ভাবেই দূর্নীতির সঙ্গে জড়িত নয়।' জানি না কেমন করে দুর্নীতি হয়। আমার কোনো ধারণাই নেই এই দূর্নীতির ব্যাপারে।
হৈমন্তীর নাম প্রথম বলেছিলেন কুন্তল ঘোষ বলেছিলেন - খোঁজ নিন। কোনো রহস্যময়ীর কাছে টাকা আছে। তার পরেই হৈমন্তীর কথা উল্লেখ করেন।
তার পরেই শুরু হয় হইচই। তার হাওড়ার বাড়ির সামনে ভিড় জমে। তার মা জানান - হৈমন্তী এসবের সঙ্গে জড়িত নন । বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে massenger ও পরে WhatsApp কথা bolen- তার অভিযোগ কেউ একটা আমার নাম বলে দিল। তা যাচাই করা হলো না। কে এই কুন্তল আমি তাকে চিনিই না।