বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভারত অধিনায়ক হরমনপ্রীতের মুখে শুধু দুর্ভাগ্য


 

T20 বিশ্বকাপ: জেতা ম্যাচ হারিয়ে দিল ভাগ্য! হরমনপ্রীতের ৫২-র পরেও ৫ রানে হেরে বিশ্বকাপে বিদায় ভারতের স্বপ্নভঙ্গ হল ভারতের। আরও এক বার বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হল হরমনপ্রীত কৌরদের। দুরন্ত অর্ধশতরান করেও ভাগ্যের দোষে আউট হলেন হরমনপ্রীত। জয়ের কাছে গিয়েও জিততে পারল না ভারত। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৭২ রান করে বিনিময়ে ভারতের মেয়েরা ৮ উইকেটে ১৬৭ রান করে। ভারতের হয়ে দলের অধিনায়ক হরমনপ্রীত ৫২ রান করেন। পাশাপাশি জেমিমা রডরিগেজ ৪৩ রানের লড়াকু ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বাংলার রিচা ঘোষও খুব একটা ভালো খেলতে পারেননি।১৭ বল খেলে ১৪ রান করেন রিচা। এদিট টসে হারাটাই ফেক্টর হয়েছে ভারতের। 

Previous Post Next Post