জলপাইগুড়ির জাতীয় সড়কে ৫০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ বাজেয়াপ্ত করলো বেলাকোবা বনদপ্তর, ধৃত গাড়ি চালক চালক


জলপাইগুড়ি
: জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের কার্তুয়া এলাকায় ৫০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ বাজেয়াপ্ত করলো বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের বেলকোবা বনদপ্তরের কর্মীরা।গোপনসুত্রে খবরের ভিত্তিতে সঞ্জয় দত্তের নেতৃত্বে জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের কার্তুয়া  এলাকায় বিশেষ অভিযান চলেছিল। অবশেষে একটি ১৪ চাকার কন্টেনার আটক করে বনদপ্তর কর্মীরা। গাড়ি থেকে উদ্ধার করা হয় ৫০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ। বনদপ্তর্ থেকে জন্য গেছে গাড়িটি আসাম থেকে কলকাতা যাচ্ছিল এই গাড়িটি। গাড়ির চালককে পুলিশ আটক করেছেন এবং বৃহষ্পতিবার তাকে আদালতে পাঠাবেন।

Previous Post Next Post